আমিন জাহানঃ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ এবং সুস্থ সবল কর্মময় জীবনের
উপায় সম্পর্কে জনসচেতনতামুলক তিন দিন ব্যাপী কার্যক্রমের ২য় দিনে আজ ১ম
সেপ্টেম্বর ২০১৬ ইংরেজি রোজ বৃহঃষ্পতিবার কুলাউড়ার লংলা চা বাগানে ফ্রি
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ন্যাশনাল
ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এর সাবেক ডাইরেক্টর প্রফেসর হোসনে আরা হান্নান,
'হীল' এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বাংলাদেশ বিমানের সাবেক চীফ পার্সার
জেবুন নেছা, হীলের সম্পাদক ও স্থপতি
মসিউদ্দিন শাকের, মোর্সেদা আক্তার ভিমলা ট্রেইনি নার্স, টিলাগাও ইউপি
চেয়ারম্যান আব্দুল মালেক, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন,
সঞ্জয় কুমার দেব, ডেইলি বিডি মেইল ও প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের,
প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক নাজমুল বারী সোহেল, ল্যাব টেকনোলজিষ্ট খলিলুর
রহমান রাজিব, প্লাটুন টুয়েলভ এর সভাপতি কল্যান চন্দ্র পলাশ, সাধারন সম্পাদক
মেহেদি হাসান সাদী, আসিকুল ইসলাম বাবু যুগ্ন সাধারন সম্পাদক, রুবেল আহমেদ
দপ্তর সম্পাদক, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আজিজুল ইসলাম, শাহাদাৎ
হোসেন মুহিম , সুদীপ আচার্য্য, মুক্তার আহমেদ এনায়েত আলী হাবিব প্রমুখ।
উল্লেখ্য যে ৪ দিনব্যাপি এই কর্মশালায় অংশ নিচ্ছে হিল, ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (C C R P ), জাতীয় স্বাস্থ্য কেন্দ্র, অনলাইন গণমাধ্যম ডেইলি বিডিমেইল ও প্রিয় কুলাউড়া, সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন ও প্লাাটুন টুয়েলভ।
উল্লেখ্য যে ৪ দিনব্যাপি এই কর্মশালায় অংশ নিচ্ছে হিল, ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (C C R P ), জাতীয় স্বাস্থ্য কেন্দ্র, অনলাইন গণমাধ্যম ডেইলি বিডিমেইল ও প্রিয় কুলাউড়া, সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন ও প্লাাটুন টুয়েলভ।