অনলাইন ডেস্কঃ
ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ
দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে রোববার (১১
সেপ্টেম্বর) থেকে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)
পর্যন্ত এ ছুটি চলবে।
দুবাই
ও উত্তর আমিরাত কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে এ ছুটি
দেওয়া হয়েছে। আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় অফিসের সব ধরনের
সেবা কার্যক্রম চালু হবে।
ছুটি থাকা অবস্থায় কনস্যুলেট জেনারেলের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও জানান সচিব মিজানুর রহমান।
