আমিরাতে বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেটে ৩ দিনের ছুটি

আমিরাতে বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেটে ৩ দিনের ছুটি
অনলাইন ডেস্কঃ ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে রোববার (১১ সেপ্টেম্বর) থেকে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত এ ছুটি চলবে।
দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে এ ছুটি দেওয়া হয়েছে। আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় অফিসের সব ধরনের সেবা কার্যক্রম চালু হবে।
ছুটি থাকা অবস্থায় কনস্যুলেট জেনারেলের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও জানান সচিব মিজানুর রহমান।

Post a Comment

Previous Post Next Post