অনলাইন ডেস্কঃ
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তারের সাহায্যে চলা গাড়িগুলোতে ৪৫ দর্শনার্থী
আটকা পরেছেন। কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ১১০ জন আটকে পড়লেও পরে ৬৫ জন
দর্শনার্থীকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। রাতের অন্ধকারে উদ্ধার অভিযান
ব্যাহত হওয়ায় শুক্রবার সকালের অপেক্ষা করা হচ্ছে।
তারের
সাহায্যে চলা গাড়িগুলো মাটি থেকে ৩ হাজার ৮০০ মিটার উপরে। এ গাড়িগুলোতে
চড়ে ইউরোপের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর
পর্যটক আসেন।
বৃহস্পতিবার
বিকেলের দিকে মন্টে ব্লাঙ্কের নিকটে চামনিক্সে ১১০ জন দর্শনার্থী ওই
গাড়িগুলোতে আটকে পড়েন। বেশ বড় ধরণের যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।
আটকে পড়া সবার সঙ্গেই যোগাযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের
সবাই খাবার, পানি, কম্বল দেয়া হয়েছে। সূত্র : ইউরো নিউজ
