অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব

অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব
অনলাইন ডেস্কঃ উখিয়ায় বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টার চড়ে কক্সবাজার গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে সেখানে নামিয়ে দিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এতে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহ আলম। যে বিজ্ঞাপনী সংস্থার হয়ে শুটিংয়ে অংশ নিতে সাকিব কক্সবাজারে গিয়েছিলেন, তিনি সেই সংস্থার হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় আনা হয়েছে।

জানা যায়, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাকিব আল হাসান ঢাকা থেকে কক্সবাজার হেলিকপ্টার চড়ে যান। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়। সাকিবকে নামিয়ে ​দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন বলে তিনি নিরাপদে আছেন।

দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুদ্দিন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post