অনলাইন ডেস্কঃ
রেলে আবারও যুক্ত হচ্ছে নতুন কোচ। ইন্দোনিশয়া থেকে আনা রেলের আরও নতুন
২১টি কোচ দেশের রেলওয়েতে যুক্ত হচ্ছে। অর্ডর করা ১৫০টি কোচের মধ্যে এখন
পর্যন্ত এসেছে ৮০টি। নতুন আসা কোচের মধ্যে রয়েছে ব্রডগেজ লাইনের ১০টি এবং
মিটার গেজের ১১টি।
রেলওয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যেই রেলের
বহরে সব মিলিয়ে যোগ হবে ২৭০টি বিলাসবহুল কোচ। এরমধ্যে ভারত থেকে ১২০টি
ব্রডগেজ কোচ এবং ইন্দোনেশিয়া থেকে ১৫০টি কোচ আসবে। ভারত থেকে ৬০টি কোচ
ইতোমধ্যে এসে গেছে। আরও ৬০টি এখনও বাকি আছে। ইন্দোনিশয়া থেকে এখন এলো আরও
২১টি কোচ।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ
থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ইন্দোনিশয়া থেকে আনা কোচগুলো নামানো হচ্ছে।
দুপুর পর্যন্ত মিটার গেজ ১০টি আরও ৩ টি ব্রডগেজে নামানো হয়েছে। বাংলাদেশের
পতাকার সঙ্গে মিল রেখে স্টেইনলেস স্টিলের বগিগুলোর রং করা হয়েছে লাল-সবুজ।
ভারত
থেকে আনা কোচগুলো পাঞ্জাবের কাপুরথালা কারখানায় তৈরি করা। এগুলো
অস্ট্রিয়ান টেকনোলজিতে তৈরি লিঙ্ক হোপম্যান বুশ (এলএইচবি) ব্র্যান্ডের।