দিল্লিতে আবারো গণধর্ষণের শিকার দুই তরুণী

দিল্লিতে আবারো গণধর্ষণের শিকার দুই তরুণী
অনলাইন ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন ওঠেছে। দিল্লির মেট্রো স্টেশনের পাশ্ববর্তী নির্জন এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গণধর্ষণের শিকার হয়েছেন দুই তরুণী। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে।
ওই দুই তরুণীর বয়স ১৭ ও ১৮। ছেলে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়েছিল তারা। এসময় চার জন লোক হিসেবে তাদের ছেলে বন্ধুদের পিটিয়ে আহত করে এবং তাদের সামনেই ওই তরুণীকে ধর্ষণ করে।
চার বছর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়। এর পর দিল্লিজুড়ে আন্দোলনের ঝড় বয়ে যায়। নারীদের জন্য দিল্লির নিরাপত্তাব্যবস্থার উন্নতিরও দাবি তোলা হয়। তখন নানা পদক্ষেপও নেয় প্রশাসন।
কিন্তু এ সংক্রান্ত ঘটনা কমলেও একেবারে বন্ধ হয়নি। দিল্লিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। সূত্র : এনডিটিভি

Post a Comment

Previous Post Next Post