এম মিসবাহঃ সারাদেশে বিগত দিনের অব্যাহত সন্ত্রাস,
জঙ্গিবাদের প্রতিবাদে বিয়ানীবাজার কামিল মাদ্রাসা কর্তৃক সোমবার দুপুরে
মাদ্রাসার সামনে এক মানববন্ধনের আয়োজন করে। মাদ্রাসার ছাত্রসংসদ এর ভিপি
শফি আহমদ মুন্না ও খায়রুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
অধ্যক্ষ মাওলানা আব্দুলা আল বাকী ভাইস প্রিন্সিপাল, মাও: আবুল কাসেন সহকারী
প্রিন্সিপাল, মাও: নিজাম উদ্দিন মাও : মাহমুদ হুসেন , ছাত্রদের মধ্য থেকে
আব্দুস সামাদ, শাহিন আহমদ, প্রমুখ, উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে
মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলীগণ অব্যাহত সন্ত্রাস ও জঙ্গিবাদের
বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল কে জনমত গড়ে তুলে এই ইসলামের নামধারী
পথভ্রষ্ট লোকদের প্রতিহত করার আহবান জানান