লংলা কলেজে সি.বি.ই.টি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান

লংলা কলেজে সি.বি.ই.টি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টারঃ কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সি.বি.ই.টি) এর উদ্যোগে লংলা আধুনিক ডিগ্রি কলেজে চারজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই কলেজ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব মো. নজিব আলী। এসময় কলেজের শিক্ষকমন্ডলী এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হামিদা আক্তার, মঞ্জু গোয়ালা, আফরোজা মনি, হুমায়ুন রশিদ।

Post a Comment

Previous Post Next Post