স্টাফ রিপোর্টারঃ কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সি.বি.ই.টি) এর উদ্যোগে লংলা আধুনিক ডিগ্রি কলেজে চারজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই কলেজ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব মো. নজিব আলী। এসময় কলেজের শিক্ষকমন্ডলী এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হামিদা আক্তার, মঞ্জু গোয়ালা, আফরোজা মনি, হুমায়ুন রশিদ।