স্টাফ রিপোর্টারঃ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধনের অংশ হিসেবে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সম্মুখে প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশ গ্রহনে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, মোছা. নাজমা বানু, শাহনাজ বাহার, প্রভাষক মো. হানিফ, মাজহারুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মালিক মো. গোলাপ মিয়া, মিস লিলি বেগম, সৈয়দ আতিকুজ্জামান, মো. নজরুল ইসলাম, আক্তার হোসেন, মো. খালেদ আহমদ, মোছা. হালিমা বেগম, প্রদর্শক সুরজিত কুমার দেব, সমরেশ কুমার দাস রায়, লাইব্রেরীয়ান মো. খাইরুল আনাম, হিসাব সহকারী মো. আব্দুল মান্নান, অফিস সহকারী সাদেক আহমদ চৌধুরী, কম্পিউটার অপারেটর তোফায়েল বেগ।