ইরানি জাহাজকে মার্কিন নৌবাহিনীর সতর্কতা

ইরানি জাহাজকে মার্কিন নৌবাহিনীর সতর্কতা
অনলাইন ডেস্কঃ ইরানি সেনাবাহিনীর একটি জাহাজকে ফাঁকা গুলি ছুঁড়ে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। পেন্টাগন থেকে জানানো হয়, তিনটি খোলা গুলি চালিয়ে ইরানি যুদ্ধজাহাজটিকে সতর্কতা জানানো হয়।
মুখপাত্র পিটার কুক জানান, গত সপ্তাহ থেকেই ইরানি জাহাজটি মার্কিন জাহাজকে বিরক্ত করে আসছিলো। জাহাজটির উদ্দেশ্য পরিষ্কার হয়নি, তবে আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হোসেইন দেহগান জানান, যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানের সমুদ্রসীমার মধ্যে ঢুকে পড়েছিলো। ফলে স্বাভাবিক নিরাপত্তাজনিত কারণে জাহাজটিকে মোকাবেলা করা হয়।
মার্কিন টহল জাহাজের তিনটি খোলা আওয়াজের পর ইরানের জাহাজটি ফিরে যায়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে পারমাণবিক অস্ত্র বিষয়ক তৎপরতা সীমিতকরণের শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা শক্তিগুলো। এতে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে। সূত্র: বিবিসি

Post a Comment

Previous Post Next Post