প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট

প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট
হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজার জেলায় প্রচন্ড গরম আর ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। প্রচন্ড গরমের সঙ্গে অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের পড়তে হচ্ছে মারাক্তক সমস্যায়। অতিরিক্ত গরম জনিত কারনে দেখা দিয়েছে নানা রকম রোগ। ২৪ ঘন্টার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ থাকছেনা বলে অভিযোগ এলাকাবাসীর। এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ নির্ভর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ অসুস্থ হয়ে পড়বে অধিকাংশ মানুষ।এদিকে চলমান পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা জানিয়েছেন। তারা জানান, সন্ধ্যার পর থেকে ঘনঘন লোডশেডিংয়ের কারণে পড়াশোনা মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। গরমের সাথে অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। এ কারনে তাদের কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হবে না কিনা তা নিয়ে সংঙ্কায় অভিভাবকরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দেখা যায় লোডশেডিংয়ের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস নিতে কষ্টকর হচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে কি খেয়ে বেচে থাকব। দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান চাই। গরমের তীব্রতায় মানুষ গুলো বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। বিদ্যুৎ না থাকার কারনে ফ্রিজ, বৈদ্যুতিক পাখা সহ ইলেকট্রিক যন্ত্রপাতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। পচে যাচ্ছে ফ্রিজের রাখা খাবার।

Post a Comment

Previous Post Next Post