বলিভিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে মারলো শ্রমিকরা

বলিভিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিয়ে মারলো শ্রমিকরা
অনলাইন ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইলায়েন্সকে পিটিয়ে মেরেছে বিক্ষুব্ধ শ্রমিক জনতা। প্রথমে তাকে অপহরণ করা হয় ও পরে তাকে পিটিয়ে হত্যা করে খনি শ্রমিকরা।‍
বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
খবরে বলা হয়, খনি আইন নিয়ে খনি শ্রমিকদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি মধ্যস্থতা করতে গেলে তিনি এই নিষ্ঠুর হামলার শিকার হন।
দেশটির সরকারের এক মন্ত্রী কার্লোস রোমিরো বলেন, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইলায়েন্সকে নিষ্ঠুর ও কাপুরুষোচিতভাবে গুপ্তহত্যা করা হয়েছে।
তিনি জানান, রাজধানী লাপাজ থেকে ১৬০ কিলোমিটার দূরে বৃহস্পতিবার সকালে প্যানদুরোতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে যান রোডোলফো। সেখানে গিয়ে তিনি বাধার মুখোমুখি হন। এক পর্যায়ে তাকে অপহরণ করে হত্যা করা হয়।

Post a Comment

Previous Post Next Post