ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকট বিক্রি শুরু ২৯ আগস্ট

ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকট বিক্রি শুরু ২৯ আগস্ট
অনলাইন ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকট বিক্রি শুরু হবে আগামী ২৯ আগস্ট। ওই দিন ৭ সেপ্টেম্বর তারিখে যাত্রার জন্য ট্রেনের টিকেট পাওয়া যাবে।
আজ রোববার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা যায়, আগামী ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৯ আগস্টে ৭ সেপ্টেম্বরের টিকেট পাবেন ঈদে ঘরমুখো মানুষ। এরপর আগামী ৩০ আগস্টে ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর তারিখে ১১ সেপ্টেম্বর যাত্রার টিকেট বিক্রি হবে।
১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা হতে পারে- এমন হিসেব অনুসারে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post