সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু উন্মুক্ত

সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু উন্মুক্ত
অনলাইন ডেস্কঃ শেষ পর্যন্ত খুলে দেয়া হলো চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ও লম্বা কাচের সেতু। শনিবার মধ্য চীনের হুনান প্রদেশে দর্শনার্থীদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। খবর বিবিসির।
গত ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছিলো। দু'টি পাহাড়কে সংযুক্ত করা পুরোপুরি কাচ দিয়ে নির্মিত সেতুটি লম্বায় ৪৩০ মিটার।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৪ লাখ ডলার। তিন স্তরে স্বচ্ছ গ্লাস দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।
চীনে সাম্প্রতিক সময়ে এ ধরনের কাচের সেতুর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। যোগ ব্যায়ামসহ নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছে এমন সেতুগুলোতে।
সম্প্রতি একটি কাচের সেতুর সাথে ঝুলন্ত বিছানায় বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় এসেছে এক দম্পতি।

Post a Comment

Previous Post Next Post