৬৪ কোটির শেয়ার বিক্রি করলেন জাকারবার্গ

৬৪ কোটির শেয়ার বিক্রি করলেন জাকারবার্গ
অনলাইন ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী ফেসবুকের ৯.৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন মার্ক জাকারবার্গ। এর আগে মেয়ের জন্য ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চ্যারিটির কথা ঘোষণা করেছিলেন তিনি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে চ্যান জাকারবার্গ ফাউন্ডেশনের তরফে এই শেয়ার বিক্রি করা হলো। ট্যাক্স বাদ দিয়েও বিক্রি থেকে এসেছে ৮.৫ কোটি ডলার। ২০১৮ সাল থেকে প্রত্যেক বছর ১০০ কোটি ডলার দান করা হবে।

গত বছরের ডিসেম্বরে মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্মের পর মার্ক জাকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যান জানিয়েছিলেন, আগামী দিনে বিশ্বজুড়ে শিশুরা যাতে সমান অধিকার পায়, তার জন্য তারা ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয় “Chan Zuckerberg Initiative”. সেইসঙ্গে তারা আরও বলেছিলেন, একটি নতুন ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে যার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে নজর দেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post