বোল্ট ২০০ মিটারেও সোনা জিতলেন

 বোল্ট ২০০ মিটারেও সোনা জিতলেন
অনলাইন ডেস্কঃ বেইজিং ও লন্ডন অলিম্পিকের পর রিওতেও ট্রিপল সোনা জয়ের লক্ষ্য নিয়ে এসেছিলেন বোল্ট। সেই পথেই রয়েছেন তিনি। ১০০ মিটারে সোনা জিতেছেন আগেই, এবার ২০০ মিটারেও সোনা জিতলেন জ্যামাইকার গতি দানব।

আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠিত ২০০ মিটার ইভেন্টে সবার আগে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বোল্টের লেগেছে ১৯.৭৮ সেকেন্ড। রৌপ্য জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। তিনি সময় নিয়েছেন ২০.০২ সেকেন্ড। আর তৃতীয় স্থান অধিকারকারী ফ্রান্সের ক্রিস্টোফার লেমেত্রি দৌড় শেষ করেছেন ২০.১২ সেকেন্ডে।

এ নিয়ে অলিম্পিকে মোট ৮টি সোনা জিতলেন বোল্ট। ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণপদক দখলে নিয়েছিলেন তিনি। রিও অলিম্পিকেও তার ঝুলিতে জমা পড়লো আরো দুটি স্বর্ণ পদক।

চলমান আসরের সামনের ইভেন্টটিতেও (৪*১০০ মিটার রিলে) নিজেকে উজাড় করে দিয়ে সোনা জিততে চাইবেন তিনি। সেটা করতে পারলে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়ের কীর্তি গড়বেন বোল্ট। কোনো অঘটন না ঘটলে তা বাস্তবে রূপ দেয়া সময়ের ব্যাপার জ্যামাইকান কিংবদন্তীর জন্য!

Post a Comment

Previous Post Next Post