বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার, কুলাউড়ার কৃতি সন্তান ৪-নং সেক্টরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ আক্তার আলী চৌধুরী আত্তর এর ১৩ তম মৃত্যু বার্ষিকী ১০ সেপ্টেম্বর। এই উপলক্ষে তার স্মৃতিতে প্রতিষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ এর উদ্যগে স্মরণিকা প্রকাশ করবে। তাই মরহুমের সহ-যোদ্ধা, রাজনৈতিক বন্ধু-বান্ধব, সু-পরিচিত জনদের কাছ থেকে মরহুম কে নিয়ে লেখা আহবান করা যাচ্ছে। আপনাদের সুন্দর কিছু লেখা হয়ে থাকবে স্মৃতির এলবামে আরো স্মরণীয়। যা আমাদের নতুন প্রজন্ম কে কুলাউড়ার একজন বীরের ও সেই আগের দিনের কিছু কথা জানতেও সহায়তা করবে।
লেখা পাঠানো ও লেখা বিষয়ক যোগাযোগ:
মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু
চেয়ারম্যান -বীরমুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদ
হোসেনপুর-কাদিপুর নিজস্ব কার্যালয় (মহতছিন আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন)
কুলাউড়া, মৌলভীবাজার
মোবাইল -01712388843
মেইল-lituchowdhury777@gmail.com
ট্যাগ »
সংবাদ বিজ্ঞপ্তি