হিফজুর রহমান তুহিনঃ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি কলেজের মধ্যে একমাত্র শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। উপজেলায় গড় পাশের হার ৫৪.৯৩ ভাগ।
১৮ আগষ্ট বৃহষ্পতিবার প্রকাশিত ফলাফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কলেজে মোট ২১২ জন শিক্ষার্থীর মধ্যে ২১১ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯৯.৫৩ ভাগ। এছাড়া কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে পাশের হার ৩৭ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে পাশের হার ৫৯.২৫ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে পাশের হার ৫৭.৮৭ ভাগ।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পাশের হার ৭৯.৭৫ ভাগ।