স্টাফ রিপোর্টারঃ “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে পোনা অবমুক্তির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে.) মো. সুলতান মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন মৎস্য চাষী জাকির হোসেন ও সালেহ আহমদ, কুলাউড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আলী হোসেন প্রমুখ। উপজেলার ৩ সফল মৎস্যচাষি জাকির হোসেন, আসাদ আহমদ ফুয়াদ ও কবির আহমদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময়
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৫ জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে দেশের উন্নয়নে মৎস্য বিভাগের ভুমিকা শীর্ষক সভা, মাছ চাষের উপর স্কুল ও হাট-বাজারে ভিডিও প্রদর্শন, মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা ও আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
