সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীর জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা...

সাংবাদিক মুনজের ভাইয়ের জন্মদিন, শুভেচ্ছা নিরন্তর...
তপন কুমার দাস: ফেসবুকে লগইন করেই ইভেন্ট চেক করি সবসময়, প্রতিদিনের মতো আজ সকালে চেক করতেই দেখলাম, খ্যাতিমান প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীর জন্মদিন। সংবাদকর্মী হিসেবে কাজ করতে গিয়ে মাঝে মাঝে কিছু অসাধারণ মনের মানুষের সাথে পরিচয় হয়েছে। তেমনি একজন হচ্ছেন মুনজের ভাই।
দেশ-মুক্তিযুদ্ধ-রাজনীতি নিয়ে ইতিহাস নির্ভর নির্মোহ-নিরপেক্ষ লেখা যে কয়েকজনের কাছ থেকে পেয়েছি (এ প্রজন্মের) তাদের মধ্যে একজন হচ্ছেন সাংবাদিক মুনজের ভাই। ফেইসবুকে মুনজের ভাইয়ের সাথে চ্যাট করলেও না জানা অনেক ইতিহাস জানা যায়।
১৯৮৬ সালের ২০ জুলাই জন্মগ্রহন করেন তিনি। আজ পা রাখলেন ত্রিশের কোঠায়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা এডভোকেট জামিল উদ্দীন চৌধুরী ও রহিমা বেগম চৌধুরীর তিন সন্তানের মধ্যে তিনি বড়।
১৯৯৯ সালে হাইস্কুলে পড়াকালীন অবস্থায় মৌলভীবাজার থেকে প্রকাশিত শহীদুজ্জামান আনসার সম্পাদিত সাপ্তাহিক রাজকন্ঠ পত্রিকায় লেখালেখি শুরু করেন। এরপর সাপ্তাহিক মনুবার্তার উপ-সম্পাদক, দৈনিক সিলেট প্রতিদিন ও দৈনিক উত্তরপুর্বের মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। ২০০৭ সালে দৈনিক আমাদের সময়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। পরে দৈনিক আমাদের সময়ের সিলেট বিভাগীয় ষ্টাফ রির্পোটার ও দৈনিক আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়াও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমেও শুরুর দিকে কাজ করেন কিছুদিন। ২০১১ থেকে বসবাস করছেন যুক্তরাজ্যের লন্ডনে। দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন প্রবাস জীবনের শুরু থেকে। চ্যানেল আই ইউরোপ ও লন্ডনের সুপ্রাচীন সাপ্তাহিক সুরমার সাবেক এই বার্তা সম্পাদক বর্তমানে বাংলাটাইমস এর বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন।
সংবাদ বিশ্লেষক, কলামিষ্ট হিসেবেও মুনজের সমধিক পরিচিত। বিলেত ও ইউরোপে সমকালীন বিষয়াবলী নিয়ে টিভি টকশোর নিরপেক্ষ সাহসী বক্তা হিসেবে তিনি প্রবাসী কমিউনিটির মানুষের আস্থা আর ভালবাসা অর্জন করেন।
বাংলাদেশে বসবাসকালীন সময়ে তারঁ করা একাধিক রির্পোট জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়। অজর্ন করে সেরা রির্পোটিং এর স্বীকৃতি। মুনজের ভাই সাংবাদিকতায় গুরুত্বপুর্ন অবদানের জন্য ২০১১ সালে সিলেট বিভাগের সেরা সংবাদকর্মী হিসেবে উত্তরপুর্ব সন্মাননা-২০১১, ইউকে নিউজ বাংলা সন্মাননা ২০১০ ও একই বছর বিজিসি-সময় পদক অর্জন করেন।
সাংবাদিকতার বাইরে নিভৃতচারী সমাজকর্মী হিসেবে কাজ করে চলেছেন মুনজের চৌধুরী। ২০০৮ সালে শতবর্ষের ঐতিহ্যবাহী মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর ইতিহাসের প্রথম পরিচালনা পর্ষদের সরাসরি নির্বাচনে সর্বকনিষ্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে সর্বচ্চো ভোটে নির্বাচিত হন তিনি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,সন্ধানী,এমপিএল এর আজীবন সদস্য সহ বাংলাদেশ ও ব্রিটেনে বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
স্ত্রী বায়োমেডিক্যাল সাইন্টিষ্ট জুই নুর হায়াত চৌধুরী ও একমাত্র পুত্র জহির জামিল চৌধুরীকে নিয়ে তারঁ সংসার।
ভালো থাকুন মুনজের ভাই, সুস্থ থাকুন, বেঁচে থাকুন হাজার বছর। আপনার শক্তিশালী নিরপেক্ষ লেখনী দিয়ে আমাদের না বলা ইতিহাস গুলোকে নিয়ে আসুন প্রাদ-প্রদীপের আলোয়, এই কামনা।-শুভ জন্মদিন ভাই।

Post a Comment

Previous Post Next Post