স্টাফ রিপোর্টারঃ প্রায় দেড় মাস থেকে কুলাউড়ার হাফিজ ক্বারী দুলাল মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। এতদিনে পরিবারের লোকজন তাঁর সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়রী নং ৬৭১ দায়ের করেছেন। সে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের মৃত তরমুছ মিয়ার ছেলে।
দুলাল মিয়ার বড় ভাই আবুল হোসেন জানান, গত রমজান মাস শুরুর আগের দিন দুলাল তাদেরকে বলে দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী কোরআন প্রশিক্ষণ প্রদানের জন্য মৌলভীবাজারে যাচ্ছে। এরপর দিন থেকে সে পরিবারের লোকজনদের সাথে আর কোন যোগাযোগ করেনি। সে কোন যোগাযোগ না রাখায় পরিবারের লোকজন তাঁর ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে দেখেন সেটিও বন্ধ। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে গত ১৬ জুলাই শনিবার কুলাউড়া থানায় নিখোঁজের একটি জিডি করেন। দুলাল বেশ কয়েকদিন উপজেলার দত্তরমুড়ি গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পৌর শহরে ভাইয়ের (আবুলের) ব্যবসা প্রতিষ্ঠান পান সিগারেটের দোকানেও বসত বলে জানান আবুল।
নিখোঁজের তদন্তের দায়িত্বপ্রাপ্ত কুলাউড়া থানার এস আই জহিরুল জানান, দুলালের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তক্রমে জানা যাবে আসলে সে নিখোঁজ কিনা অন্য কোন কারণ আছে।
