স্টাফ রিপোর্টারঃ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, সাবেক ক্রিকেটার মমতাজুর রহমান রুয়েল ও গৃহিণী কুলছুমা আক্তার বাপ্পির একমাত্র মেয়ে আনিছা তাবাসসুম তাসনিমের ১ম জন্মদিন ১৮ জুলাই সোমবার ঘরোয়া পরিবেশে পালিত হয়েছে। উল্যেখ্য যে তাসনিম কুলাউড়ার তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিলের একমাত্র ভাতিজি। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কুলাউড়া কোর্ট মসজিদের খতিব মাও. মুফতি আহসান উদ্দিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ, দি নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক আতিকুর রহমান আখই, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, ফটোগ্রাফার মোহন আহমদ প্রমুখ। তাসনিমের জন্মদিনকে ঘিরে ছোট্টশিশু আবির, সাবিত, ওয়াসফি, আদিবা ও ইয়ামিনের উপস্থিতি সবাইকে আকৃষ্ট করেছিল।
ট্যাগ »
সংবাদ বিজ্ঞপ্তি
