জেলা স্বেচ্চাসেবকলীগের বর্ধিত সভা; কুলাউড়াসহ চারটি উপজেলার সম্মেলনের নির্দেশ

জেলা স্বেচ্চাসেবকলীগের বর্ধিত সভা; কুলাউড়াসহ চারটি উপজেলার সম্মেলনের নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা স্বেচ্চাসেবক লীগের বর্ধিত সভা আজ ১৮ জুলাই সোমবার মৌলভীবাজার জেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল উপজেলা কমিটি বিলুপ্ত ও উপজেলা আহ্বায়ক কমিটিকে সেপ্টেম্বর  মাসের মধ্যে কুলাউড়া ও জুড়ী এবং অক্টোবর মাসের মধ্যে বড়লেখা ও কমলগঞ্জ উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের নির্দেশ দেয়া হয় । সভায় জেলা কমিটির সভাপতি নজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মৌলভীবাজার জেলা স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি অধ্যাপক শাহাজান মানিক, সহ-সভাপতি ও জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌঃ মনি, ফজলুর রহমান ফজলু, আব্দুস সোবহান, মাহমুদ হাসান রানা, এডভোকেট জিল্লুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সোয়েব খান, সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক করুনা কৃষ্ণ ভট্টাচার্‍্য খোকন, দেবাশিষ রায় লাকি, মাহবুব মোর্শেদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বাপন পুরকায়স্থ, রাজনগর উপজেলা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান টিপু খান, কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক অজয় দাশ, যুগ্ন আহ্বায়ক ছয়ফুল ইসলাম, বরমচাল ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post