আমিন জাহানঃ সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে ৭৯ টি মাধ্যমিক বিদ্যালয়কে
সরকারীকরণের ঘোষণা দেয়। এর মধ্যে সিলেট বিভাগের ৭টির মধ্যে ও মৌলভীবাজার
জেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারীকরণের তালিকায় স্থান পায় কুলাউড়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়। সরকারীকরণের ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংসদ সদস্য মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ জুলাই) দুপুরে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
র্যালীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, অভিভাবক সদস্য মাহবুব করিম মিন্টু, নেওয়ার আলী, ফাহমিদা চৌধুরী, প্রধান শিক্ষক মো: আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।



