শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা শুভশ্রী!

শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা শুভশ্রী!
বিনোদন ডেস্কঃ শ্রাবন্তীর পর এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়ার এই সিনেমার নাম ঠিক না হলেও শুভশ্রী যে চূড়ান্ত তা নিশ্চিত করেছেন শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু জানি, আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। 'শিকারি' ছবির মতো এই সিনেমার পরিচালকও জয়দেব। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’

লন্ডনে শুটিং করতে গিয়ে শুভশ্রীর সঙ্গে দেখা হয়। এরপর এক আড্ডায় এ বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

এর আগে, কলকাতার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার যৌথ প্রযোজনার 'শিকারি' সিনেমায় অভিনয় করেন শাকিব। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের বেশ সাড়া পেয়েছে।

Post a Comment

Previous Post Next Post