আমিন জাহানঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনু’র অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
৫ জুন রোববার দুপুর ২টায় পৌর শহর, ভুকশীমইলের উত্তর সাদিপুর, কুলাউড়া সদর ইউনিয়নের বাঘাজুরা গ্রামের ৪০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি করে পোলাও’র চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুক্রতরাজ্য প্রাবাসী মুক্তার আহমদ, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, হাফিজ আবু সুফিয়ান চৌধুরী, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, আছকর আলী, শোয়েদ আহমদ, কুটি মিয়া, মিন্টু কুমার দাস, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, রাশীদ আলী ফাউন্ডেশনের শাহানা বেগম ও হাসিনা আক্তার প্রমুখ।