কুলাউড়ায় টিভি এন্ড টিভি কাবাডি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মোবাইল বাজার, রানার্সআপ সাইদ ইলেক্ট্রনিক্স

কুলাউড়ায় টিভি এন্ড টিভি কাবাডি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মোবাইল বাজার, রানার্সআপ সাইদ ইলেক্ট্রনিক্স
আমিন জাহানঃ কুলাউড়া কাবাডি খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে টিভি এন্ড টিভি কাবাডি প্রতিযোগিতা ২০১৬ এর ফাইনাল খেলা শেষে পুরুষ্কার বিতরনী উনুষ্টানে কাবাডি সমিতির উপদেষ্টা এম গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল বারী সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া পৌর সভার মেয়র আলহাজ শফি আলম ইউনুস, বিষেশ অতিথি কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিপার উদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সৌদী প্রভাসী আব্দুলা আল নোমোন, ছাএনেতা আব্দুর রহিম আলো, কামরুল ইসলাম,হাসান উদ্দিন পাপ্পু, মইন উদ্দিন, জাকির ইকবাল মামুন প্রমুখ। 
টিভি এন্ড টিভি কাবাডি প্রতিযোগিতা ২০১৬ চ্যাম্পিয়ন মোবাইল বাজার, রানার্সআপ সাইদ ইলেক্ট্রনিক্স।

Post a Comment

Previous Post Next Post