আবুল কালাম মামুন, প্যারিস থেকেঃ ১০ জুন শুরু হতে যাওয়া ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স ব্যাপক নিরাপত্তা গ্রহন করছে। ফুটবল টুর্নামেন্টে যে কোন ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য ৬০ হাজার ফরাসী পুলিশ নিয়োজিত করা হবে।
ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজন্যভ টুর্নামেন্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বলেছেন, মাসব্যাপী এ টুর্নামেন্টে প্রতিটি ভেন্যু নিরাপদ রাখার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট একটি বিশাল আয়োজন। আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। শুন্য শতাংশ প্রস্তুতি অর্থ শতভাগ ঝুকি। আবার শতভাগ প্রস্তুতি ঝুকির পরিমান হ্রাস করে। এ কারনেই কোন ঝুকি নেয়া যাবে না। উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের সর্ববৃহৎ স্টেডিয়াম স্টাড দ্য ফ্রসে এক আত্মঘাতি বোমা হামলায় ব্যাপক প্রানহানির ঘটনা ঘটে।