মৌলভীবাজারের চা-শ্রমিকদের কর্মবিরতি

সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের পাঁচটি চা বাগানে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বুধবার (২৯ জুন) সকাল থেকে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর, পাথরখুলা, কুর্মা, চাম্পারাই ও মধনমহন চা-বাগানের প্রায় সাড়ে আট হাজার চা- শ্রমিক এ কর্মবিরতি পালন করেন। চা শ্রমিক ইউনিয়নের মনু ধলাই বেলির সাধারণ সম্পাদক নিরমল দাস জানান, ২০১৩ সালে শ্রমিকদের বেতন ৬৯ টাকা থেকে ৮৫ টাকা করা হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্ধিত টাকা পরিশোধ করে বাগান মালিক। এরপর বাকি চার মাসের বেতন নিয়ে টালবাহানা করায় সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। তিনি আরো জানান, এ বিষয় বাগান মালিকরা কোনো পদক্ষেপ না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবে।

Post a Comment

Previous Post Next Post