মাঠে নামার আগে যা করেন মুস্তাফিজ

মাঠে নামার আগে যা করেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্কঃ ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের প্রথম আসরেই নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে ৭ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়দের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের এ পেসার। আইপিএলের মাঠে নামার আগে খেলোয়াড়রা কী করেন তা নিয়ে দর্শকদের বেশ আগ্রহ। মুস্তাফিজ মাঠে নামার আগে কী কাজ করেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। আর এ ব্যাপারে জানালেন তার বাবা আবুল কাশেম গাজী। প্রতি ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজ তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলে দোয়া চান। এমন কোনো ম্যাচ নেই, যার আগে মুস্তাফিজ তার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে দোয়া চাননি। এ ব্যাপারে মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী বলেন, ‘প্রতিদিনই তার সঙ্গে আমরা কথা বলি। প্রতি ম্যাচের আগে সে কল করে আমার কাছে এবং তার মায়ের কাছে দোয়া চায়। আমাদের সঙ্গে কথা না বলে কোনো ম্যাচে সে মাঠে নামে না।’ তিনি আরও বলেন, ‘বাবা-মা হিসেবে আমরা এমনিতেই সব সময় তার জন্য দোয়া করি। আর এখনতো সে ১৬ কোটি মানুষের সন্তান। দেশের প্রত্যেকেই তার কল্যাণের জন্য দোয়া করে।’ ভারতে মুস্তাফিজের কেমন কাটছে- এ ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করা হলে বলেন, ‘হ্যাঁ, সে সেখানে ভাল আছে। তবে এখন সে অনেক ছোট। প্রথমবার দেশের বাইরে একা একা সফর করেছে। ভাষা নিয়ে তার একটু সমস্যা হচ্ছে। এছাড়া গরমেও তার সমস্যা হচ্ছে। তবে আমি যখনই তাকে জিজ্ঞেস করি- কেমন আছ। সে বলে, আমি ভাল আছি। তোমরা দোয়া করলে আমি আরও ভাল করতে পারবো’।

Post a Comment

Previous Post Next Post