স্পোর্টস ডেস্কঃ লিস্ট ‘এ’ ক্রিকেটে এনামুল হক বিজয়ের ব্যাটে লম্বা ইনিংস দেখা যাচ্ছিল না দীর্ঘদিন। তবে মোক্ষম সময়ে ব্যাটে দ্যুতি ফিরে পেলেন বিজয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিজয় সেঞ্চুরি হাঁকালেন ১৬ ম্যাচ পর। এটা ছিল ঢাকা প্রিমিয়ার লীগে নবাগত দুই দলের মর্যাদার লড়াইও। আর ম্যাচশেষে হাসিখুশি ছবিটা শোভা পেল গাজী ক্রিকেটার্স শিবিরে।
গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ৬ উইকেটে জয় কুড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এতে নিজের চওড়া ব্যাট দেখান গাজী ক্রিকেটার্সের জাতীয় তারকা এনামুল হক বিজয়। ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ম্যাচে নিজের উইকেট দেয়ার আগে বিজয় করেন কাঁটায় কাঁটায় ১০০ রান। ৮৫ বলের মারকুটে ইনিংসে এনামুল হক বিজয় হাঁকান চারটি বাউন্ডারি ও ৭ ছক্কা। ব্যাট হাতে অপেক্ষাকৃত ছোট টার্গেটের পেছনে গাজী ক্রিকেটার্সের শুরুটা স্বস্তির ছিল না। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় গাজী ক্রিকেটার্স। তবে তৃতীয় উইকেটে ফরহাদ হোসেনের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়েন এনামুল হক বিজয়। এতে গাজী ক্রিকেটার্স ১৭৭ রানের টার্গেট পার করে ১৬.২ ওভার বাকি রেখেই। ক্রিকেট কোচিং স্কুলের বল হাতে অনূর্ধ্ব-১৯ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৭.৪ ওভারের স্পেলে ২৬ রানে নেন তিন উইকেট। মেঘলা দিনে শেরেবাংলা মাঠে টস জিতে প্রতিপক্ষ দল ক্রিকেট কোচিং স্কুলকে ব্যাটিংয়ে পাঠান গাজী ক্রিকেটার্স অধিনায়ক অলক কাপালি। দলীয় মাত্র ১৯ রানে দুই উইকেট খোয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ তারকা খচিত দল ক্রিকেট কোচিং স্কুল। পরে তিন ওভারের খেলা বাকি রেখেই ১৭৬ রানে গুটিয়ে যায় অধিনায়ক রাজিন সালেহর দল সিসিএস। আসরে টানা তিন ম্যাচে হার দেখলো সিসিএস।
গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ৬ উইকেটে জয় কুড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এতে নিজের চওড়া ব্যাট দেখান গাজী ক্রিকেটার্সের জাতীয় তারকা এনামুল হক বিজয়। ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ম্যাচে নিজের উইকেট দেয়ার আগে বিজয় করেন কাঁটায় কাঁটায় ১০০ রান। ৮৫ বলের মারকুটে ইনিংসে এনামুল হক বিজয় হাঁকান চারটি বাউন্ডারি ও ৭ ছক্কা। ব্যাট হাতে অপেক্ষাকৃত ছোট টার্গেটের পেছনে গাজী ক্রিকেটার্সের শুরুটা স্বস্তির ছিল না। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় গাজী ক্রিকেটার্স। তবে তৃতীয় উইকেটে ফরহাদ হোসেনের সঙ্গে ১৩৯ রানের জুটি গড়েন এনামুল হক বিজয়। এতে গাজী ক্রিকেটার্স ১৭৭ রানের টার্গেট পার করে ১৬.২ ওভার বাকি রেখেই। ক্রিকেট কোচিং স্কুলের বল হাতে অনূর্ধ্ব-১৯ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৭.৪ ওভারের স্পেলে ২৬ রানে নেন তিন উইকেট। মেঘলা দিনে শেরেবাংলা মাঠে টস জিতে প্রতিপক্ষ দল ক্রিকেট কোচিং স্কুলকে ব্যাটিংয়ে পাঠান গাজী ক্রিকেটার্স অধিনায়ক অলক কাপালি। দলীয় মাত্র ১৯ রানে দুই উইকেট খোয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ তারকা খচিত দল ক্রিকেট কোচিং স্কুল। পরে তিন ওভারের খেলা বাকি রেখেই ১৭৬ রানে গুটিয়ে যায় অধিনায়ক রাজিন সালেহর দল সিসিএস। আসরে টানা তিন ম্যাচে হার দেখলো সিসিএস।