সিলেটের সারদা হলে নির্মিত হলো অত্যাধুনিক মহড়া কক্ষ

সিলেটের সারদা হলে নির্মিত হলো অত্যাধুনিক মহড়া কক্ষ
স্টাফ রিপোর্টারঃ অবশেষে ঐতিহ্যবাহী কীণ ব্রিজের পাশে সারদা হলে অত্যাধুনিক মহড়া কক্ষ নির্মাণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন। নিজস্ব মহড়াকক্ষ পেয়ে চাঙ্গা হয়ে উঠেছে নাট্যাঙ্গন। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সমাজ পরিবর্তনে নাট্যকর্মীরা আরো বেশি করে অবদান রাখতে পারবে। নিজস্ব মহড়া কক্ষ পেয়ে সিলেটের নাট্যাঙ্গন চাঙ্গা হয়ে উঠছে। ভারতের রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পশ্চিমবঙ্গের নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ হাতে কলমে শেখাচ্ছেন মঞ্চ নাটক সম্পর্কে। নাট্য পরিষদ আয়োজিত তিনদিনের এই কর্মশালায় ১৭টি সংগঠনের শ’খানেক নাট্যকর্মী অংশ নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল প্রগতিশীল জাতীয় ও স্থানীয় আন্দোলনে সিলেটের নাট্যকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন। গৌরবের এই নাট্যাঙ্গন শুধুমাত্র একটি মহড়া কক্ষের অভাবে অনেকটা ঝিমিয়ে পড়েছিল। এগিয়ে আসে সিটি কর্পোরেশন। সারদা হলের একটি ভবনের তৃতীয় তলায় প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয়ে মহড়া কক্ষ নির্মাণ করে দেয়। সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, 'দুইটি মহড়া কক্ষ নির্মাণ করা হয়েছে। সব ধরণের সুযোগ সুবিধাও সেখানে থাকবে।' নিজস্ব মহড়া কক্ষ হওয়ায় দূর হয়েছে নাট্যকর্মীদের চরম ভোগান্তি। আগে স্কুলের বারান্দা কিংবা মন্দিরে বসে যারা নাটকের প্রস্তুতি নিতেন তাদের আনন্দের সীমা নেই। নাট্যকর্মীদের জন্য নিজস্ব মহড়া কক্ষ দেখে অভিভূত ভারতের গুণী নাট্যকার প্রবীরগুহ। সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের তালিকাভুক্ত ২১টি নাট্য সংগঠন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post