পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার

পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার
অনলাইন ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত নূর আলম নামের এক যাত্রীর পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক বিভাগের গোয়েন্দারা। রাত সাড়ে ১২টায় ওই যাত্রী ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান। তিনি বলেন, “বিমানবন্দরের ৬ নম্বর বেল্টের কাছাকাছি এলে নূর আলমের গতিবিধি গোয়েন্দাদের কাছে সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু তিনি আত্মবিশ্বাসী ভাব দেখিয়ে উল্টো ধমক দেওয়ারও চেষ্টা করে। এরপর তাকে পানি পান করিয়ে, কাস্টমস হলে হাঁটানো হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা পর ১ নম্বর বেল্টের টয়লেটে গিয়ে নূর আলম তিনটি সবুজ প্যাকেটে মোড়ানো ছয়টি স্বর্ণের বার গোয়েন্দাদের বুঝিয়ে দেন।” এর বাইরে তার কাছে আরও একশ গ্রাম সোনার অলঙ্কার ছিল জানিয়ে মইনুল খান বলেন, তার কাছ থেকে মোট ৭০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

Post a Comment

Previous Post Next Post