প্রথম হিজরা প্রিজাইডিং অফিসার রিয়া সরকার

প্রথম হিজরা প্রিজাইডিং অফিসার রিয়া সরকার
আন্তর্জাতিক ডেস্ক: গত বছরই কৃষ্ণনগর কলেজের উপাচার্য হয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন মানবী বন্দ্যোপাধ্যায়। নিন্দুকেরাও মেকি হাসি হেসেছিলেন মানবীকে দেখে। আবার ঘৃণা ও বঞ্চনার পাহাড় সরিয়ে তার সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। এবার আরও এক মানবীকে দেখা গেল কলকাতার ২৬০ নম্বর বুথে। পেশায় শিক্ষিকা রিয়া সরকার এই বুথেরই প্রিজাইডিং অফিসার। শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা দেশের মধ্যে এই প্রথম ভোটকেন্দ্র কোনো রূপান্তরকামীকে প্রিজাইডিং অফিসারের চেয়ারে দেখা গেল। প্রকাশ্যে হাসির খোরাক হয়ে আসা রিয়া সরকার মুক্ত মনে সয়েছেন সমালোচনাও। তবে আজ তিনি সফল। সফল এক নতুন সমাজের মানুষ হিসেবে নিজেকে জাহির করতে পেরে। একটা নতুন পরিচয়ে নিজেকে চেনাতে পেরে। তাই নিজেকে এখন সব সমালোচনার ঊর্ধ্বেই রাখছেন তিনি। রাসবিহারী বিধানসভার তীর্থপতি হাইস্কুলে ২৬০ নম্বর বুথের শ’খানেক ভোটার ছাড়া যার নাগাল পায়নি কেউই। যদিও সম্পূর্ণ অন্য এই দিদিগিরির নেপথ্যে রূপান্তরকামী রিয়া সরকার। পুরুষতন্ত্রের চোখরাঙানির তোয়াক্কা না করে নিজের ইচ্ছাকেই প্রধান্য দিয়েছেন তিনি। জেদই জীবনভর যার সম্বল।

Post a Comment

Previous Post Next Post