টেক্সাসে বন্যায় ৬ জনের মৃত্যু

টেক্সাসে বন্যায় ৬ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় একই পরিবারের পাঁচজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসের প্যালেস্টাইনে বন্যায় একই পরিবারের পাঁচজন নিহত হয়। এদের মধ্যে রয়েছেন এক দাদি ও তার ৪ নাতি-নাতনি। এছাড়া ওই এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। প্যালেস্টাইনের পুলিশ প্রধান জেমস মুনিজ বলেন, বন্যায় তাদের ঘর তলিয়ে যায়। এরপর নিজেদের জীবন বাাঁচাতে তারা বের হতে পারলেও বন্যার পানিতে ডুবে তারা মারা যান। এদিকে, রাজ্যের হিউস্টন এলাকায় ঝড়ো বাতাসে বহু গাছ-পালা ভেঙ্গে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গছে।

Post a Comment

Previous Post Next Post