নিউজ ডেস্কঃ গণ সংগীত, মিছিল,সভা-সমাবেশের মধ্যদিয়ে মৌলভীবাজারে মহান মে
দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন,
বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) বাসদ, ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক
সংগঠন কর্মসূচি পালন করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র্যালি বের
হয়। দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি সিপিবি ও সমাজতান্ত্রিক দল বাসদ। সমাবেশের শুরুতে গণ
সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। পরে মইনুর রহমান মগনুর সভাপতিত্বে ও
মাসুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। এ সময় তিনি বলেন, শ্রমিক
শ্রেণি তার মজুরি দাসত্বের হাত থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত মে দিবসের
চেতনা বাস্তবায়ন হবেনা। এজন্য অব্যাহত আন্দোলন সংগ্রাম চলবে। এ সময় আরও
বলেন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু,
মোজাহিদ আহমদ. আবুল হাসান। সমাবেশ শেষে শহরে মিছিল বের করে হয়। এছাড়া
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ পৌর মিলনায়তনে আলোচনা সভা ও শহরে মিছিল বের করে।
বিকেলে শহরের চৌমোহনায় গণ সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
মৌলভীবাজার জেলা সংসদ।