কুলাউড়ার ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরন

কুলাউড়ার ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ১৭ মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম নাঈমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হুসনে আরা নাজনীন এর পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহিব উদ্দিন, উপজেলা হিসাব রক্ষন অফিসের সিনিয়র অডিটর শরীফ উদ্দিন আহমদ, প্রচেষ্টার কো-অডিনেটার জাবেদ বিন সিদ্দিক, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম মাসুক, সাবেক ইউপি সদস্য হাজী বশির উদ্দিন আহমদ, সমাজসেবক লাল মিয়া ও আছকর খান প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা, ছড়াগানসহ বিভিন্ন গান পরিবেশন করেন।

Post a Comment

Previous Post Next Post