ঘূর্ণিঝড়ে পেছাল রবিবারের এইচএসসি পরীক্ষা

ঘূর্ণিঝড়ে পেছাল রবিবারের এইচএসসি পরীক্ষা
অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু'র কারণে রবিবারের (২২ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারিখ পরিবর্তন করা হয়েছে। সাধারণ ৮টি ও কারিগরি বোর্ডের অধীনে ওইদিনের পরীক্ষা আগামী ২৭ মে (শুক্রবার)অনুষ্ঠিত হবে। এদিন সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকালে পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। অপরদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post