কুলাউড়ায় অক্ষর সাহিত্য পরিষদ গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় অক্ষর সাহিত্য পরিষদ গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ২১ (ফেব্রুয়ারি), ২৬ (মার্চ) ও ১৬ (ডিসেম্বর) কে লালন করে কুলাউড়ায় অক্ষর সাহিত্য পরিষদ নামে একটি নতুন সাহিত্য সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে অনুকাব্য কামরাঙা সম্পাদক কামরুল হাসানের উছলাপাড়াস্থ বাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক এ এফ এম ফৌজি চৌধুরী, কবি ভানু পুরকায়স্থ, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কথা সাহিত্যিক ও সংগঠক শহীদুল ইসলাম তনয়, কবি সঞ্জয় দেবনাথ, কামরাঙা সম্পাদক কামরুল হাসান, সংলাপের সাহিত্য সম্পাদক চয়ন জামান, মানবঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সৃসাস সম্পাদক নাজমুল বারী সোহেল, বিন্দু সম্পাদক সিরাজুল আলম জুবেল,  প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক মাহফুজ শাকিল,  চিত্রশিল্পী জে এইচ জিয়া প্রমুখ। সভা শেষে কামরাঙা সম্পাদক কামরুল হাসানের সহধর্মিণী শাম্মি হাসানের সহযোগীতায় মৌসুমি অ্যাপায়ন করা হয়।

Post a Comment

Previous Post Next Post