শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত অশ্লিল ছবির ফিল্ম জব্দ

শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত অশ্লিল ছবির ফিল্ম জব্দ
নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অবস্থিত রাধানাথ সিনেমা হলে প্রদর্শিত নিষিদ্ধ অশ্লিল ছবির ফিল্ম জব্দ করা হয়েছে। বুধবার ১৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম রাধানাথ সিনেমা হলের মেশিনরুম থেকে সেন্সর বোর্ড কর্তৃক নিষিদ্ধ অশ্লিল ছবি এন কাউন্টার ছবির ১০রিল ফিল্ম, তিনটি ফটোসেট ও একটি অশ্লিল ব্যানার জব্দ করে। একই সাথে মেশিনরুম থেকে মো. মনির হোসেন, অজিত নন্দি ও মিদুল কর নামের ৩ জনকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল হক আটক ৩ জনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত নিষিদ্ধ ছবির ফিল্ম ও অন্যান্য মালামাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.শহীদুল হক জানান, সরকার কর্তৃক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে স্থায়ীভাবে বাতিলকৃত এন কাউন্টার নামক বাংলা চলচিত্রের সাথে সেন্সরবিহীন অশ্লিল দৃশ্য জুড়ে দিয়ে ছবিটি রাধানাথ সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছিল।

Post a Comment

Previous Post Next Post