এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলায় আসন্ন ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ভূকশিমইল ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদের বিএনপি (ধানের শীষ) প্রার্থী মোঃ আজিজুর রহমান ইউনিয়নের ঝুকিপুর্ন কেন্দ্রসমুহে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আবেদন জানিয়েছেন। রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম এর কাছে বুধবার লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন তার নির্বাচনী এলাকায় ৯টি কেন্দ্রের মধ্যে শশারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাদে-ভুকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা,ভুকশিমইল দারুল উলুম দাখিল মাদ্রাসা,কানেহাত সরকারী প্রাথমিক বিদ্যালয়,মনসুরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়সহ ৬টি কেন্দ্র অতি ঝুকিপুর্ন থাকায় নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হওযার স্বার্থে এসব কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট,বিজিবি ও র্যাবসহ পর্যাপ্ত পরিমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।