স্পোর্টস ডেস্কঃ
অভিষেকের পর থেকেই ব্যাটসম্যানদের ত্রাসে পরিণত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপেও ছিল তার সাফল্য। বিশ্বকাপ শেষে এবার আইপিএল মাতানোর পালা
মুস্তাফিজের। আইপিএল খেলতে গত মঙ্গলবার দেশ ছেড়ে হায়দারাবাদ পাড়ি জমিয়েছেন
মুস্তাফিজ। উদ্দেশ্য সানরাইজার্স হায়দারাবাদের হয়ে মাঠ মাতানো। এই দলে
রয়েছেন বিশ্বমানের অনেক তারকা। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনের মতো তারকার
ভিড়ে মুস্তাফিজ নিজেকে মেলে ধরতে প্রস্তুত। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে
৯০ নম্বর জার্সি পরে খেলতে নামবেন মুস্তাফিজ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের
মাধ্যমে মুস্তাফিজের হাতে ৯০ নম্বর জার্সি তুলে দেন দলের অভিজ্ঞ তারকা
ভুবনেশ্বর কুমার। ১২ এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচে গেইল-কোহলিদের দল রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের সানরাইজার্স
হায়দারাবাদ।
