কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ছালামের মতবিনিময় সভা

কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ছালামের মতবিনিময় সভা
হাবিবুর রহমান ফজলু: ২৩ এপ্রিল আসন্ন ইউপি নির্বাচনে কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রাথী হাবিবুর রহমান সালাম এর সমর্থনে কাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর চাতল গাও আব্দুল মতিন (মতই) মিয়ার বাড়ীতে ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ ইছাক আলীর সভাপতিত্বে ও হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ও সাপ্তাহিক মানব ঠিকানা পরিচালক বিশিষ্ঠ সমাজসেবক হাবিবুর রহমান ছালাম।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল ইসলাম তফই, ছকাপন স্কুল এন্ড কলেজের শিক্ষক আজিজুল ইসলাম শেফুল, বিশিষ্ট মুরব্বি হাবিব খান, মোঃ আকল আলী, নূর জালাল (পীর), মছদ্দর আলী পাখি, মোঃ এরশাদ মিয়া ও সাংবাদিক এম. মছব্বির আলী।

কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ছালামের মতবিনিময় সভা
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর চাতল গাও গ্রামের সমাজসেবক মোঃ আব্দুল মন্নান, মোঃ হানিফ মিয়া, আব্দুল হাকিম (নবেল), মোঃ মছদ্দর আলী, মোঃ ইনুছ মিয়া, মোঃ আব্দুল খালিক, কবির মিয়া, মোঃ আইয়ুব মিয়া, মোঃ সামছুল আলম (সামছু), মোঃ তউর মিয়া, মোঃ মনই মিয়া, মোঃ রমুজ আলী, কুদ্দুছ মিয়া, মোঃ আনোয়ার মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ তৈমুছ মিয়া, মোঃ সোনা মিয়া, মোঃ বাচ্ছু মিয়া, মোঃ শরিফুর রহমান খান (লিপু), মোঃ কুদরত আলী, মোঃ জাবেদ আহমদ, মোঃ বাবলু মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ সামু মিয়া, মোঃ শাহনাজ আলী, মোঃ নাহিদ মিয়া, মোঃ নিমার আলী, মোঃ জুনেদ আহমদ, মোঃ দেলওয়ার হোসেন আল-আমীন, মোঃ সূজন মিয়া, মোঃ ছালেক মিযা, মোঃ সাগর মিয়া, মোঃ জুবেল আহমদ, ছালেক উদ্দিন প্রমুখ।

সভায় সকলে দলমত নির্বিশেষে ২৩ এপ্রিল আসন্ন নির্বাচনে হাবিবুর রহমান ছালামের ধানের শীষ প্রতিকের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post