নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় আসন্ন ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ভূকশিমইল ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদের বিএনপি প্রার্থী মোঃ আজিজুর রহমান নির্বাচনী কাজে কর্মকর্তা নিয়োগে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের নিয়োগ না দেয়ার আবেদন জানিয়েছেন। রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম এর কাছে ৬ এপ্রিল বুধবার লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন তার নির্বাচনী এলাকায় যে ৬টি শিক্ষা প্রতিষ্টান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্টানের সভাপতির দায়িত্বে রয়েছেন তার প্রতিদ্বন্দি আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। এমতাবস্থায় এসব শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হলে তার প্রতিদ্বন্দি প্রার্থীর পক্ষে নির্বাচন প্রভাবিত হওয়াসহ নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ না হওযার আশংকা রয়েছে বিধায় এসব প্রতিষ্টানের শিক্ষকদের নির্বাচনী কাজে নিয়োগ না দেয়ার আবেদন জানান।
