বিনোদন ডেস্কঃ
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক
শহীদুল ইসলাম খোকন। সোমবার (৪ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার উত্তরার
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি মুখগহ্বরের মোটর
নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়েছিলেন। সোমবার দুপুরে এফডিসিতে এ
চলচ্চিত্র ব্যক্তিত্বের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তাঁর
পরিচালিত চলচ্চিত্রগুলো একসময় দর্শকপ্রিয়তা পায়। তাঁর উল্লেখযোগ্য
চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’,
‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক
শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’। শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে
শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং
শিল্পীসমিতি। এ ছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।
