স্টাফ রিপোর্টার: সমাজ বিপ্লবের নেশায় ছুঠছেন একদল তরুন “শিশু নির্যাতন বন্ধ কর, অন্ধকার থেকে আলোতে আশো, আলোর প্রদিপ জ্বালো” এ স্লগানকে ধারন করে সেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজার সাইক্লিং কমিনিউটি। ৩ এপ্রিল রবিবার সকাল ১১টায় মৌলভীবাজারের দেওরা ছড়া চা বাগানের বর্ণকুঁড়ি শিশু পাঠশালায় সুবিদা বঞ্চিত অবহেলিত শিশুদের শিক্ষা উপকরণ প্রায় ৩শ বই বিতরণ করেন। প্রতি রবিবার একটি করে চা বাগানে বই বিতরণ করেন এই তরুর সাইক্লিস্টরা। সাইক্লিস্টরা, নিজেদের পড়া লেখার খরছ থেকে, দশ টাকা করে বাচিয়ে,অবহিলিত শিশুদের বই বিতরণ সহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। তাদের পাশা পাশি বিত্তবানরা এই কাজে এগিয়ে আসলে, সমাজে অবহেলিত শিশুদের সংখ্যা, অনেকটা কমে আসবে বলে সাইক্লিস্টরা মনে করেন।
