কুলাউড়ার চুনঘর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি

কুলাউড়ার চুনঘর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর কমিউনিটি ক্লিনিকে গত রোববার রাতে এক দুঃসাহসিক  চুরি হয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) জানান, সোমবার সকাল নয়টায় এসে দেখেন ক্লিনিকের দরজার তালার লক কাটা । সাথে সাথে তিনি এলাকার কয়েকজনকে জড়ো করেন এবং উর্দ্ধত্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্লিনিকে ডুকেন। চোরেরা তালার লক কেটে ক্লিনিকের ভেতরে ঢুকে চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, একটি সিলিং ফ্যান, বাতি, সৌরবিদ্যুতের ব্যাটারী, বাক্সের টাকা, ওষুধসহ কিছু প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post