ব্রীজ ধ্বসে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রীজ ধ্বসে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের কাছে জানকীছড়া এলাকায় রেলওয়ে ব্রীজ ধ্বসে ৪ এপ্রিল সোমবার ভোর ৫ টা থেকে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার ফয়েজ আহমদ জানান, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের জানকীছড়া এলাকায় রেলওয়ের ১৫৭ নং ব্রীজটির মুল গাডারের নিচের মাটি সরে গিয়ে ব্রীজ ভেঙ্গে যায়। এর আগে ঐ স্থানে রেলওয়ে ব্রীজ আরো ২ বার ভেঙ্গে গিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে লাইন ম্যানের মাধ্যমে খবর পেয়ে কর্তৃপক্ষ এই ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করেন। এ অবস্থায় ঢাকা ও চট্রগ্রামগাম থেকে ছেড়ে আসা ট্রেন সমূহ শ্রীমঙ্গল স্টেশন পৌছলে তা পূনরায় গন্তব্যস্থলে ছেড়ে যাবে। শ্রীমঙ্গলস্থ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আলী আজম জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি পাহাড়ী ঢলে এই রেলওয়ে ব্রীজ ভেঙ্গে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। একই ভাবে সোমবার ভোরে পাহাড়ী ঢলে ব্রীজ ভেঙ্গে গিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রীজ মেরামতের কাজ চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২৪ ঘন্টা সময় লাগতে পারে।

Post a Comment

Previous Post Next Post