নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে পুলিশের সাথে গ্রামবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শ্রীমঙ্গলের লামুয়াতে সাবেক ইউপি সদস্য মো: আলাউদ্দীন মিয়ার বাড়িতে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ উপপরির্দশক তদন্ত ওসি মো: মনসুর আহমদ, তদন্ত এসআই সৈয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান, এস আই মো: শফিকুর ইসলাম, এএসআই আবু সাঈদ, কালাপুর ইউনিয়নের ২নং ওর্য়াডের ইউপি সদস্য মো: হারুনুর রশিদ, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোচ্ছাম্মদ সুইটি বেগম, কালাপুর ইউপি আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মো: আব্দুল আলী প্রমুখ।কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মতলিবের সভাপতিত্বে মুক্ত আলোচনায় স্থানীয় লোকজন এলাকার বিভিন্ন সমস্যা পুলিশের কাছে তুলে ধরে। এসময় থানার অফিসার ইনচার্জ এসব সমস্যা সমাধানের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বলেন। পরে শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অফিসার ইনচার্জকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।