নিউজ ডেস্কঃ সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি। প্রথমদিন রবিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এদিন সিলেট শিক্ষা বোর্ডে ৭৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান- অনুপস্থিত পরীক্ষার্থীদেও মধ্যে সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ৯৭ জন, মৌলভীবাজার জেলায় ১১৩ জন ও হবিগঞ্জ জেলায় ছিল ২৫৩ জন। উল্লেখ্য, এবার সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৮৬৪ জন।